নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
A ট্রপিক অব ক্যাপ্রিকন
B ট্রপিক অব ক্যানসার
C ইকুয়েটর
D আর্কটিক সার্কেল
Solution
Correct Answer: Option B
- ট্রপিক অব ক্যানসার বাংলা প্রতিশব্দ হলো কর্কটক্রান্তি রেখা এবং ট্রপিক অব ক্যাপ্রিকর্ন হলো মকরক্রান্তি রেখা।
- কর্কটক্রান্তি রেখা উত্তর গোলার্ধে ২৩.৫০ উত্তর অক্ষাংশে অবস্থিত এবং এটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে।