কোনটি নাটক?

A কর্তার ইচ্ছায় কর্ম

B গড্ডালিকা

C পল্লীসমাজ

D সাজাহান

Solution

Correct Answer: Option D

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের 'সাজাহান'।  এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক‌।
- দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান 'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' এই নাটকে ব্যবহৃত হয়।
- দ্বিজেন্দ্রলাল রায় পঞ্চকবির একজন।

∎ তার রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটকঃ
- নূরজাহান,
- চন্দ্রগুপ্ত,
- দুর্গাদাস,
- তারাবাঈ,
- সিংহল বিজয়
- রানা প্রতাপ সিংহ,
- সাজাহান,
- মেবার পতন,
- সোরাব রুস্তম ইত্যাদি।
∎ তার রচিত সামাজিক নাটকঃ
- পরপারে,
- বঙ্গনারী,
- আনন্দ বিদায় (নকশা ও প্রহসন)
- কল্কি অবতার (নকশা ও প্রহসন),
- ত্র্যহস্পর্শ ((নকশা ও প্রহসন),
- প্রায়শ্চিত্ত (নকশা ও প্রহসন),
- পুনর্জন্ম (নকশা ও প্রহসন),
- বিরহ ইত্যাদি।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions