'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
A হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B নবীনচন্দ্র সেন
C মাইকেল মধুসূদন দত্ত
D রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Solution
Correct Answer: Option C
- বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা লেখেন কবি ও নাট্যকার মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩ খ্রি.)।
- তার রচিত সনেটসমূহ 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬) তে সংকলিত।
- প্রশ্নে উল্লিখিত অন্য কবি সাহিত্যিকগণ সনেট রচনা করেননি।