বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?

A এশিয়া

B ইউরোপ

C দক্ষিণ আমেরিকা

D আফ্রিকা

Solution

Correct Answer: Option D

- বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- দেশটির রাজধানী পোর্টোনোভা এবং আয়তন ১,১৪,৭৬৩ বর্গ কি.মি.।
- বেনিন পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এর পূর্ব নাম ছিল দাহোমি।
- গিনি উপসাগরে দেশটির প্রায় ১২১ কিমি দীর্ঘ তটরেখা বিদ্যমান।
- কীলক আকারের দেশটি উত্তর দিকে আফ্রিকার অভ্যন্তরে প্রায় ৬৭০ কিলোমিটার প্রবেশ করেছে।
- এটি আফ্রিকার ক্ষুদ্রতর দেশগুলির একটি।
- বেনিনের জলবায়ু ক্রান্তীয়। এর অর্থনীতি কৃষিভিত্তিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions