A Persevere…………….Waiver
B Impulsive…………….Deliberate
C Obstinate………………Accommodating
D Irresolute………………Indecisive
Solution
Correct Answer: Option D
- এখানে মূল শব্দ Vacillate অর্থ দ্বিধান্বিত হওয়া বা ইতস্তত করা এবং Hesitate অর্থও ইতস্তত করা, দ্বিধান্বিত হওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা প্রভৃতি।
অন্যদিকে
'ক'-তে আছে-Persevere- অধ্যবসায়ী হওয়া, নিরবিচ্ছিন্ন মনোযোগ সহকারে কাজ করা, Waiver- স্বত্বত্যাগ, দাবির পরিত্যাগ, না-দাবিকরণ প্রভৃতি।
'খ'-তে আছে- Impulsive- আবেগ তাড়িত, আবেগ প্রবৃত্ত, অন্তরাবেগ চালিত, Deliberate- সুচিন্তিত, ইচ্ছাকৃত, উদ্দেশ্য প্রণোদিত প্রভৃতি।
'গ'-তে আছে-Obstinate- একগুয়ে, জেদি, দুর্দমনীয়। Accommodating-অমায়িক, নম্র ,ভদ্র।
'ঘ' তে আছে- Irresolute- অস্থির চিত্ত, অস্থির মতি, চলচিত্ত প্রভৃত্তি। Indecisive- অনিশ্চিত, অস্থিরমতি, দ্বিধান্বিত ইত্যাদি।
- ওপরের বিশ্লেষণে দেখা যায় ক, খ এবং গ কোনো জোড়াতেই Synonymous সম্পর্ক বুঝাচ্ছে না, একমাত্র 'ঘ' ই মূল শব্দ জোড়ার মতো Synonymous সম্পর্কে বুঝাচ্ছে। সুতরাং 'ঘ' উত্তরটি সঠিক।