দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?
A দুই ভাষায় রচিত পুথি
B কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
C তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
D আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
Solution
Correct Answer: Option B
- 'দোভাষী পুঁথি' শুধু দুটি ভাষায় রচিত পুঁথি নয় ।
- বাংলা, হিন্দি, ফারসি, আরবি, তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত পুঁথিই হলো 'দোভাষী পুঁথি' ।