''সাত সাগরের মাঝি'' কাব্য গ্রন্থটির কবি কে?
Solution
Correct Answer: Option A
- চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদের (১৯১৮-১৯৭৪ খ্রি.) প্রথম কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' প্রকাশিত হয় ১৯৪৪ সালে।
- তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'সিরাজাম মুনীরা' (১৯৫২), 'নৌফেল ও হাতেম' (কাব্যনাট্য, ১৯৬১), 'মুহূর্তের কবিতা' (সনেট সংকলন, ১৯৬৩), 'হাতেমতায়ী' (কাহিনী কাব্য, ১৯৬৬) ইত্যাদি।