Solution
Correct Answer: Option A
- নরওয়ের উত্তরাঞ্চলীয় হেমারফেস্ট শহরটি সাড়ে ৭০ উত্তর অক্ষাংশে অবস্থিত।
- ২১ জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে বা ৯০ কোণে এবং নিরক্ষরেখার ওপর সাড়ে ৬৬ কোণে হেলে কিরণ দেয়।
- ৯০ উত্তর অক্ষাংশ পর্যন্ত যে কোনো স্থান সূর্যরশ্মিতে আলোকিত থাকে।
- তবে পৃথিবীর আবর্তনের ফলে এ অঞ্চলে স্থানীয় সময় মধ্যরাত হলেও এ অঞ্চলের হেমারফেস্ট থেকে দূর মহাকাশের দিগন্তে সূর্যকে দেখা যায়।
- তাই এ অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়।
- অন্যদিকে কুইবেককে পশ্চিমের জিব্রাল্টার এবং তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়।