Solution
Correct Answer: Option C
• প্রশ্নে উল্লিখিত ‘পেয়ারা’ শব্দটি এভাবেই পর্তুগীজ ভাষা থেকে এসেছে।
• পর্তুগীজ ভাষা থেকে আগত এরূপ আরো কিছু শব্দ হলো;
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি,
- বালতি
- তোয়ালে,
- সাবান,
- বারান্দা।