ম্যাকমোহন লাইন- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
A চীন ও রাশিয়া
B চীন ও ভারত
C ভারত ও পাকিস্তান
D পাকিস্তান ও আফগানিস্তান
Solution
Correct Answer: Option B
• ভারতের ১১২৬.৫৪ কি.মি. বা ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং
• চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি, সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত।
• অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন এবং
• পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সংশ্লিষ্ট দেশসমূহের সীমানা নির্ধারণ করেছে।