অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
A ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
B কাজের পরিচয় ফলে বোঝা যায়
C ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
D আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
Solution
Correct Answer: Option D
-যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়াপদ ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে- এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। যেমন- তারেক মাঠে খেলে। এখানে ‘কোথায় খেলে?’ প্রশ্নের উত্তর হবে- মাঠে। সুতরাং ‘মাঠে’ অধিকরণ কারক। উপরিউক্ত বাক্যগুলোর মধ্যে (ঘ)-ই যথার্থ উত্তর।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions