The man died _ over eating.
Solution
Correct Answer: Option D
• Die by-কোনো আঘাতে বা দুর্ঘটনায় মারা যাওয়া।
• Die of - রোগে মারা যাওয়া।
• Die for -আত্মত্যাগ করা।
• Die from - কোনো কারণে মারা যাওয়া।
• এখানে অতিভোজনের (Over eating) কারণে মারা যাওয়া বুঝাচ্ছে বলে die from হবে। সুতরাং সঠিক উত্তর ‘ঘ’ ।