অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
A অন্ত্যমিল আছে
B অন্ত্যমিল নেই
C চরণের প্রথমে মিল থাকে
D চরণের প্রথমে মিল থাকে না
Solution
Correct Answer: Option B
- ‘অমিত্রাক্ষর ছন্দ’ হলো অন্ত্যমিলনহীন এবং যতির বাধাধরা নিয়ম লঙ্ঘনকারী ছন্দবিশেষ।
- এর ইংরেজি পরিভাষা Blank verse।
- অমিত্রাক্ষরে ভাবের প্রবহমানতা নেই এবং ১৪ মাত্রার চরণ থাকে এবং চরণ শেষে অন্ত্যমিল থাকে না।