এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরষ্কার পেয়েছেন?

A

B

C

D ১২

Solution

Correct Answer: Option D

এ উপমহাদেশ থেকে এ পর্যন্ত ১২ জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। 
তারা হলেন:
- সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩), 
- পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেঙ্কটরমণ (১৯৩৯), 
- চিকিৎসায় হরগোবিন্দ খোরানা (১৯৬৮), 
- শান্তিতে মাদার তেরেসা (১৯৭৯), 
- পদার্থবিজ্ঞানে আবদুস সালাম (১৯৭৯),
- পদার্থবিজ্ঞানে সুব্রামানিয়াম চন্দ্রশেখর (১৯৮৩),
- অর্থনীতিতে অমর্ত্য সেন (১৯৯৮)
- শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস (২০০৬),
- রসায়নে ভেঙ্কটরমণ রামকৃষ্ণ (২০০৯),
- শান্তিতে মালালা ইউসুফজাঈ ও কৈলাশ সত্যার্থী (২০১৪) এবং
- অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি (২০১৯)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions