ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?

A প্যারিস

B লিঁও

C ভার্সাই

D মাসাই

Solution

Correct Answer: Option B

- INTERPOL (ইন্টারপোল) হল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা
- ইন্টারপোলের নবম মহাসচিব ভালডেসি উরকুইজা (ব্রাজিল)। 
- এর বর্তমান সদস্য ১৯৬টি।
- এর সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত
- INTERPOL সদর দপ্তরের ভবনটি "INTERPOL House" নামে পরিচিত
- এটি ১৯২৩ সালে আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন (আইসিপিসি) নামে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ INTERPOLE এর সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions