প্র ,পরা, অপ -

A বাংলা উপসর্গ

B সংস্কৃত উপসর্গ

C বিদেশী উপসর্গ

D উপসর্গস্থানীয় অব্যয়

Solution

Correct Answer: Option B

∎উপসর্গ সাধারণত তিন প্রকার।

∎সংস্কৃত উপসর্গ(২০টি)

বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা- প্র, প্ররা, অপ, সম্‌, নি, অব, অনু, নির্‌, দুর্‌, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

∎খাঁটি বাংলা উপসর্গ(২১টি)

বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়্‌, আন্‌, আব্‌, ইতি, উন্‌ (উনু, উনা), কদ্‌, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

∎বিদেশী উপসর্গ

বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গের মধ্যে ফার্সি ও ইংরেজি উপসর্গই বেশি দেখ যায়। কিছু উদাহরণ-

*ফার্সি উপসর্গের উদাহরণ- আম্‌, কার, খাস, সে (তিন), গর্‌, দর্‌, না (লা), নিম্‌, ফি, বর, ব, বদ্‌, বে, বাজে, হর্‌।

*ইংরেজি উপসর্গের উদাহরণ- ফুল, সাব, হাফ, হেড।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions