Solution
Correct Answer: Option B
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী। গ্যাট (GATT) এর উদ্যোগে ১৯৮৬ সালের সেপ্টম্বরে উরুগুয়েতে এই আলোচনাপর্ব শুরু হয় এবং আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।