'পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা................?

A রাম নারায়ন তর্করত্ন

B বিহারী লাল

C কৃষ্ঞচন্দ্র মজুমদার

D মদনমোহন তর্কালংকার

Solution

Correct Answer: Option D

- পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-১৮৫৮)।
- 'শিশু শিক্ষা' (১ম ও ২য় ভাগ -১৮৪৯ এবং ৩য় ভাগ-১৮৫০) নামক শিশুতোষ গ্রন্থ রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
- 'পাখি সব করে রব, রাতি পোহাইল, পংক্তিটি এ গ্রন্থের প্রথমভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions