ইয়ং বেঙ্গল কী ?

A বাংলাভাষা শিখার্থী ইংরেজ

B ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

C একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম

D একটি সাময়িক পত্রের নাম

Solution

Correct Answer: Option B

• ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। 
ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবকরাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত ।
• ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন।
• হিন্দু কলেজের ছাত্রদের মধ্যে উনার প্রাভাব অনেক গভীর ছিলো। 
তার উল্লেখযোগ্য শিষ্যরা ছিলো-
- কালীপ্রসাদ ঘোস
- মাইকেল মধুসূদন দত্ত
- দক্ষিণারঞ্জন মিত্র
- হরচন্দ্র ঘোষ
- মাধব চন্দ্র মল্লিক
- রামতনু লাহিরী
- প্যারিচাঁদ মিত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions