কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?
A ১৮১৭ সালে
B ১৮৩২ সালে
C ১৮৫২ সালে
D ১৭৫৩ সালে
Solution
Correct Answer: Option D
- ১৭৫৩ সালে ইংরেজরা কলকাতার লালবাজারের উত্তর-পূর্ব কোণে 'ওল্ড প্লে হাউস' নামে রঙ্গালয় প্রতিষ্ঠা করেন।
- ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা নগরী আক্রান্ত হলে তা বন্ধ হয়ে যায়।