লোকসাহিত্য কাকে বলে?

A গ্রামিণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে

B লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে

C লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে

D গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে

Solution

Correct Answer: Option C

- সাহিত্য হল একের সাথে অন্যের মিলনের মাধ্যম ।
- লোকসাহিত্য হল জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাঁথা ,কাহিনী ,গান ,ছড়া , প্রবাদ ইত্যাদি ।
- লোকসাহিত্যের উদাহরণ হল জনশ্রুতিমূলক বিষয় ।
- বহুদিন পূর্বের কোন ঘটনা বা কাহিনী লোক পরম্পরায় কল্পনারুপক হয়ে লোকসাহিত্যে স্থান পায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions