কোন কোম্পানী বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবন করেছে?
A বেক্সিমকো
B স্কয়ার
C অপসোনিন
D গ্লোব বায়োটেক
Solution
Correct Answer: Option D
-বঙ্গভ্যাক্স হিসাবে পরিচিত গ্লোব বায়োটেক দ্বারা প্রস্তুতকৃত একটি কোভিড-১৯ টিকা।
-এটি ব্যানকোভিড নামেও পরিচিত। এটি একটি এমআরএনএ টিকা।
-২৩ অক্টোবর ২০২১ সালে এটি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল কর্তৃক মানবদেহে ট্রায়াল শুরু করার নীতিগত অনুমোদন লাভ করে।