কোন আসল ৩ বছরে সরল মুনাফাসহ ৪৬০ টাকা এবং ৫ বছরে সরল মুনাফাসহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত?
Solution
Correct Answer: Option A
আসল + ৫ বছরের সুদ = ৬০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৪৬০ টাকা
∴ ২ বছরের সুদ = ১৪০ টাকা
৩ বছরের সুদ = (১৪০ × ৩)/২ = ২১০টাকা
আসল = (৪৬০ - ২১০) = ২৫০ টাকা
২৫০ টাকার ৩ বছরের সুদ ২১০ টাকা
১ টাকার ১বছরের সুদ ২১০/(২৫০ × ৩) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০× ১০০)/(২৫০ × ৩)
= ২৮%