He _ consciousness as a result of his hitting the car's dashboard.
Solution
Correct Answer: Option C
- ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী subject-এর পরে verb বসে।
- কিন্তু verb-এর অর্থ বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখতে হবে।
- Failed অর্থ অকৃতকার্য হওয়া বা ব্যর্থ হওয়া।
- Broke অর্থ ভেঙে গেল।
- Lost অর্থ হারানো বা হারিয়ে ফেলে, মৃত্যু হওয়া।
- Accident-এর ফলে কোনো কিছুর সাথে মানুষ ধাক্কা খেলে সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়।
- Passed অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া।
- প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী সঠিক উত্তর (গ) lost।