কোনটি উপমিত কর্মধারয় সমাস?

A নরসিংহ

B কাজল-কালো

C নদীমাতৃক

D যাচ্ছেতাই

Solution

Correct Answer: Option A

প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় বা উপমিত।
যেমনঃ
- পুরুষ সিংহের ন্যায়=পুরুষসিংহ
- কর কমল সদৃশ=করকমল
- নর সিংহের ন্যায় = নরসিংহ
- পদ পল্লবের ন্যায়=পদপল্লব
- ফুল বাবুর ন্যায়=ফুলবাবু

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions