মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
A ১৫ ইঞ্চি(প্রায়)
B ১৭ ইঞ্চি(প্রায়)
C ১৮ ইঞ্চি(প্রায়)
D ২০ ইঞ্চি(প্রায়)
Solution
Correct Answer: Option C
- সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ।
- Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত।
- Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা।
- এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।