Solution
Correct Answer: Option C
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২)।
- এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ ‘অগ্নিবীণা’ রক্তাম্বরধারিনী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম) ১২টি। অন্যদিকে অগ্রপথিক, কবিতাটি নজরুল ইসলামের ‘জিঞ্জীর’ কাব্যগ্রন্থের অন্তর্গত।