Solution
Correct Answer: Option B
- ক্রোধানল' শব্দটির ব্যাসবাক্য হলো 'ক্রোধ রূপ অনল'।
- উপমেয়: এখানে 'ক্রোধ' হলো উপমেয় (যাকে তুলনা করা হচ্ছে)।
- উপমান: 'অনল' বা আগুন হলো উপমান (যার সাথে তুলনা করা হচ্ছে)।
- এখানে ক্রোধকে কেবল আগুনের সাথে তুলনা করা হচ্ছে না, বরং ক্রোধকেই অনল বা আগুন হিসেবে কল্পনা করা হয়েছে। ক্রোধ এবং অনলের মধ্যে কোনো পার্থক্য না করে অভেদ কল্পনা করা হয়েছে।
- এক কথায়, ক্রোধই যেন আগুন। এই অভেদ কল্পনার কারণেই 'ক্রোধানল' একটি রূপক কর্মধারয় সমাস