Solution
Correct Answer: Option B
'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
অন্যদিকে,
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ - সামান্য ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।