ব্যাকরণের মূল ভিত্তি কী?

A ভাব

B ভাষা

C ধ্বনি

D বাক্য

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা। ব্যাকরণ হচ্ছে ভাষার নিয়ম-কানুন ও শৃঙ্খলার বিজ্ঞান।

কারণসমূহ:
- ব্যাকরণ ভাষার গঠন, প্রকৃতি ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করে।
- ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে ব্যাকরণের সাহায্য নেওয়া হয়।
- ব্যাকরণ ভাষার বিভিন্ন উপাদান (ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি) নিয়ে আলোচনা করে।
- ভাষা ছাড়া ব্যাকরণের কোনো অস্তিত্ব নেই।

ব্যাকরণের সংজ্ঞা:
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও ব্যবহারবিধি সুনির্দিষ্ট নিয়মের দ্বারা আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions