আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?

A ২৫

B ২৯

C ৩০

D ৪২

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

প্রথমে ২৪ কিমি উত্তরে যায়
পরে ৭ কিমি পূর্বে যায়

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
c = a + b
⇒ c = √(২৪ + ৭) = √(৫৭৬ + ৪৯) = √(৬২৫)
∴ c = ২৫ কি.মি.

∴ আমিনুলের বাসা থেকে তার সর্বশেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব ২৫ কি.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions