একটি আয়তাকার বাক্সের ধারণক্ষমতা ১২ ঘনফুট। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বাক্স বানালে, তার ধারণক্ষমতা কত ঘনফুট হবে?

A ২৪

B ৫৪

C ৬০

D ৭২

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option E

আয়তাকার বাক্সের দৈর্ঘ্য = ক ফুট
আয়তাকার বাক্সের প্রস্থ  = খ  ফুট
আয়তাকার বাক্সের উচ্চতা = গ ফুট

আয়তাকার বাক্সের আয়তন = কখগ ঘনফুট

প্রশ্নমতে
কখগ = ১২ ঘন ফুট

নতুন আয়তাকার বাক্সের দৈর্ঘ্য = ২ক ফুট
নতুন আয়তাকার বাক্সের প্রস্থ  = ২খ  ফুট
নতুন আয়তাকার বাক্সের উচ্চতা = ২গ ফুট

আয়তাকার বাক্সের আয়তন = ২ক × ২খ × ২গ ঘনফুট
= ৮ × কখগ ঘনফুট
= ৮ × ১২ ঘনফুট
= ৯৬ ঘনফুট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions