জারণ বিক্রিয়ায় কি ঘটে ?

A ইলেকট্রনের বর্জন হয়

B ইলেকট্রনের গ্রহণ হয়

C ইলেক্ট্রনের আদান-প্রদান হয়

D তড়িৎ ঋণাত্মক মৌলের বা মূলকের অপসারণ ঘটে

Solution

Correct Answer: Option A

- যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন বর্জন করে; ফলে সংশ্লিষ্ট পরমাণু, মূলক বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া বলে।
- অন্যদিকে বিজারণ বিক্রিয়ায় পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions