মডেম এর মধ্যে যা থাকে তা হল-

A একটি মডুলেটর

B একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

C একটি কোডেক

D একটি এনকোডার

Solution

Correct Answer: Option B

- মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে।
- মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালগ সিগন্যালে পরিণত করা।
- ডিমডুলেশন হলো মডুলেটেড এনালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions