"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির প্রথম সুরকার কে?
A মাহমুদুন্নবী
B আব্দুল লতিফ
C ফয়সাল মাহদি
D আলতাফ মাহমুদ
Solution
Correct Answer: Option B
- একুশের প্রথম পর্বে রচিত আবদুল গাফ্ফার চৌধুরীর অমর কবিতা ‘একুশে ফেব্রুয়ারি’।
- কবিতাটিতে প্রথমে সুর দিয়েছিলেন গীতিকার-সুরকার ও শিল্পী আবদুল লতিফ (১৯২৭-২০০৫)।
- পরবর্তী সময়ে এতে সুর-যোজনা করেন আর এক মহৎ সুরস্রষ্টা আলতাফ মাহমুদ।