গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ?
A নাইট্রিক
B সালফিউরিক
C হাইড্রোক্লোরিক
D পারক্লোরিক
Solution
Correct Answer: Option B
- সালফিউরিক এসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল।
- কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”।
- এটির সংকেত H2SO4।
- সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়।
- সালফিউরিক এসিড পূর্বে ‘অয়েল অফ ভিট্রিয়ল’ নামে অভিহিত ছিল।