সর্বপ্রথম পানি দূষণ চিহ্নিত করেন--
A ডাল্টন
B গোর্কী
C বেনথাম
D হিপোক্রিটাস
Solution
Correct Answer: Option D
চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম হিপোক্রেটিস (খ্রিস্টপূর্ব ৪৬০ থেকে ৩৭০)। তিনি কসের হিপোক্রেটিস বা দ্বিতীয় হিপোক্রেটিস নামেও পরিচিত। হিপোক্রেটিসকে চিকিৎসাশাস্ত্রের জনক বলা হয়।