ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী- এর উৎপাদিত সার এর নাম কি?
Solution
Correct Answer: Option A
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ দেশের প্রথম এবং পুরাতন ইউরিয়া সার কারখান, ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ, সিলেট জেলায় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এ্যামোনিয়াম সালফেট প্ল্যান্টটি স্থাপন করা হয়।
বর্তমানে দেশের সর্ববৃহৎ সার কারখানাঃ
নামঃ ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি (GPFPLC)।
অবস্থানঃ খানেপুর,ঘোড়াশাল, পলাশ উপজেলা, নরসিংদী জেলা।