নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?

A অর্থনৈতিক

B পরিবেশগত

C সামাজিক

D অবকাঠামোগত

Solution

Correct Answer: Option D

 ‘আপদ (Hazard) ’’ অর্থ এমন কোন অস্বাভাবিক ঘটনা যাহা প্রাকৃতিক নিয়মে, কারিগরি ত্রুটির কারণে অথবা মানুষের দ্বারা সৃষ্ট হইয়া থাকে এবং ফলস্বরূপ বিপর্যয় সংঘটনের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপদ ও হুমকির মধ্যে নিপতিত করে এবং জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপাদানসমূহের ভয়াবহ ও অপূরণীয় ক্ষতিসহ দুঃখ দুর্দশার সৃষ্টি করে। 

-----দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২  অনুযায়ী।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions