নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

A পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে

B প্রোটন ধনাত্মক আধানযুক্ত

C ইলেক্ট্রন ঋণাত্মক আধানযুক্ত

D ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

Solution

Correct Answer: Option D

-পদার্থের অভ্যন্তরস্থ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউট্রন থাকে।
-আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে।
-উল্লেখ্য , এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন , যার নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions