আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

A 1

B 5/7

C 2/7

D 1/7

Solution

Correct Answer: Option C

আমরা জানি, এক সপ্তাহ = ৭ দিন ৫ দিন বৃষ্টি হয়েছে। তাহলে বাকি থাকলো ২ দিন। সুতরাং বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা=২/৭

অন্যভাবে,
2015 সালের জুলাই মাসের ২য় সপ্তাহে মোট 7 দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল 5 দিন।

বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (1 - 5/7)
=(7 - 5)/7
= 2/7

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions