ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-

A তামার তার

B অপটিক্যাল ফাইবার

C তারহীন সংযোগ

D উপরের সবকটি

Solution

Correct Answer: Option C

- ওয়াই-ফাই বা ওয়্যারলেস ফিডালিটি (wireless Fidelity) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions