নিচের কোনটি ভাইরাসের(VIRUS ) জন্য সত্য নয়-

A ডি.এন. এ বা আর. এন. এ থাকে

B শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে

C স্ফটিক দানায় রূপান্তরিত করে(CRYSTALIZATION)

D রাইবোজম থাকে(Ribosom)

Solution

Correct Answer: Option D

- অকোষীয় অণুজীব ভাইরাসের বৈশিষ্ট্য হলো- এতে DNA বা RNA আছে, জীবদেহের অভ্যন্তরে এরা সংখ্যাবৃদ্ধি করতে পারে, এদেরকে crystal বা স্ফটিক দানায় রূপান্তরিত করা যায় ।

- এদের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষীয় ক্ষুদ্রাঙ্গ এবং বিপাকীয় এনজাইম নেই । সুতরাং এখানে রাইবোজেমও থাকবে না ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions