Solution
Correct Answer: Option A
- একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে ।
- কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল । যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি ।
- মেরু অঞ্চলে g-এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি । সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি ।
- আবার পৃথিবীর কেন্দ্রে g-এর মান শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য ।