Solution
Correct Answer: Option A
- মূল্যবোধ মানুষের জীবনাচরণের অংশ । মূল্যবোধ কোনো সমাজেই লিপিবদ্ধ থাকে না ।
- দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ-বর্জন প্রক্রিয়ায় সঠিক, উচিত, নৈতিক ও সমাজের কাঙ্গিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে ।
- সত্য ও ন্যায়, ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্গিত-অনাকাঙ্গিত ইত্যাদি বিষয়গুলোকে মূল্যবোধের ভিত্তি ধরা হয় । সুতরাং সত্য ও ন্যায় নিষ্ঠা মানুষের চিরন্তন মূল্যবোধের একটি ।
-পক্ষান্তরে, সার্থকতা, শঠতা ও অসহিনষুতা সুস্থ মূল্যবোধের সাথে সাংঘর্ষিক ।