Solution
Correct Answer: Option A
- নৈতিকতা একটি ব্যাপক অর্থবোধক বিষয় । সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে নৈতিকতা জন্ম ।
- নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা । নৈতিক শক্তি মূল প্রেরণা আসে ব্যক্তির সততা ও নিষ্ঠা থেকে ।
- আর কর্তব্য পরায়ণতা সততা ও নিষ্ঠার মধ্যে অঙ্গীভূত । অপরপক্ষে, প্রদত্ত সম্ভাব্য উত্তরগুলোর মধ্যে উদারতা এবং মায়া ও মমতা মানবীয় গুণাবলির অন্তর্ভুক্ত ।