একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?

A টেনে নেয়া ব্যক্তির

B ঠেলে নেয়া ব্যক্তির

C দু'জনের সমান কষ্ট হবে

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

ঠেলার ক্ষেত্রে, 

 রোলারের ওজন = F sin∅ + mg , সামনের দিকে কার্যকর বল = F cos∅ 

টানার ক্ষেত্রে, 

 রোলের ওজন = F sin∅ - mg , সামনের বল = F cos∅ 

 অর্থাৎ টানার ক্ষেত্রে রোলারের ওজন কমে যাওয়ার কারণে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions