Solution
Correct Answer: Option C
- ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফেলাইটিস সবই মশাবাহিত রোগ।
- কলেরা একটি জীবাণু (bacteria) দ্বারা সংক্রমিত হয়, মশার কামড়ে নয়। এটি দূষিত খাবার বা পানি খাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- টাইফয়েড, প্যারাটাইফয়েড, রক্ত আমশয়, কলেরা ইত্যাদি হলো পানি ও খাদ্যবাহিত রোগ।