Solution
Correct Answer: Option C
অদ্ভুত আধার এক হচ্ছে একটি উপন্যাস -এটি লিখেছেন শামসুর রহমান
জীবনানন্দ দাশকে বলা হয় নির্জনতার কবি
তার রচিত কাব্যগ্রন্থগুলো হলঃ
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন ,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রুপসী বাংলা ,
- বেলা অবেলা কালবেলা প্রভৃতি ।