আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের?    

A    ব্র্যাক ব্যাংক

B    এশিয়াটিক সোসাইটি

C    বিশ্ব সাহিত্য কেন্দ্র

D    গ্রামীণ ব্যাংক

Solution

Correct Answer: Option C

আলোকিত মানুষ তৈরির কর্মসূচির সংগঠনের নাম বিশ্বসাহিত্য কেন্দ্র ।ব্র্যাক ব্যাংক একটি তফসিল বহির্ভূত বিশেষায়িত ব্যাংক .৪ জুলাই ২০০১ সালে এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় ।এশিয়াটিক সোসাইটি থেকে বাংলাপিডিয়া নামক বিশ্বকোষ প্রকাশিত হয়েছে ।গ্রামীণ ব্যাংক তফসিল বহির্ভূত স্থানীয় বেসরকারি ব্যাংক ।এ ব্যাঙ্কটি ২ অক্টোবর ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions